ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
  • অন্যান্য

তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে মেহেরপুরে মোবাইল কোর্ট: ১০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক:
জুন ২০, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ । ৩০৩ জন

মেহেরপুর সদর উপজেলার বাসস্ট্যান্ডে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির মেহেরপুর ডিলার পয়েন্টের প্রতিনিধি মোঃ আরিফুর রহমানের নিকট থেকে ম্যারিজ সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন/উপহার সামগ্রী (ছাতা ও গেন্জি) জব্দ করা হয়েছে। এছাড়া ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মোতাবেক ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধারা মতে মোবাইল কোর্টের মাধ্যমে আজ ১৯ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে এই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে, গত ১১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে মেহেরপুর সদর উপজেলার স্যারিটারি ইনেসপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পান। এই সম্মাননা তাঁর কাজের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। জুনের ১১ তারিখ সম্মাননা পাওয়ার পর এটাই তাঁর ১ম তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট করা হয়।