বৃহত্তর ঢাকার আটটি পৌরসভার সমন্বয়ে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গাইডলাইন বাস্তবায়ন বিষয়ে “Experience Sharing Meeting in Greater Dhaka with Eight Municipalities” শীর্ষক একটি অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২২ অক্টোবর ২০২৩ ধামরাই পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি’র সাধারণ সম্পাদক, ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির। সভাটি সঞ্চালনা করেন এলাইন্স এর কোঅর্ডিনেটর আবু নাসের অনীক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা। উপস্থিত অতিথি হিসাবে আলোচনা করেন দোহার পৌরসভার মেয়র জনাব আলমাস উদ্দিন, কালিগঞ্জ পৌরসভার মেয়র রবিন হোসেন, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী (সিনিয়র সহকারি সচিব), সিঙ্গাইর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তার। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সভায় বিভিন্ন পৌরসভার নিজস্ব উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নের উপর এইটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সভার সভাপতি। আলোচনার সূত্র ধরে উপস্থিত মেয়র ও নির্বাহী কর্মকর্তাগন প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তারা তাদের পৌরসভার উদ্যোগে অনুরূপ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে “আগামী ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার” মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।