চলতি বছরের হজ মৌসুমে ৩০টি লাগেজ ভর্তি করে অবৈধ তামাক পাতা জর্দ্দা, গুল ও বিড়ি সৌদি আরব নেওয়ার চেষ্টা করায় একটি লিড ও দুটি সমন্বয়কারী হজ এজেন্সির লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নিতে নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (১৪ জুলাই) লিড এজেন্সি খিদমাহ ওভারসিজ ও সমন্বয়কারী এজেন্সি জিলহজ্ব ট্রাভেলস এবং আত-তাবলীগ হজ সার্ভিসের স্বত্বাধিকারীকে চলতি মাসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ২০২৪ সালের হজ মৌসুমে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ২৫৯ টি এজেন্সি/লিড এজেন্সির মধ্যে ‘খিদমাহ ওভারসিজ’ একটি। এ এজেন্সির নিবন্ধিত হজযাত্রী ১৪১ জনের সঙ্গে সমন্বয়কারী এজেন্সি হিসেবে ৫৬ জন হজযাত্রী নিয়ে ‘জিলহজ্ব ট্রাভেলস’, ৫৪ জন হজযাত্রী নিয়ে ‘আত-তাবলীগ হজ সার্ভিস’এবং ৪০ জন হজযাত্রী নিয়ে ‘আল-তাকওয়া হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ হজ কার্যক্রমে অংশগ্রহণ করে।
গত ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়ে ১২ জুন পর্যন্ত অব্যাহত থাকে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ পর্যায়ে ১১ জুন ভোর ৫টা ৫৫ মিনিটে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নং এক্সওয়াই৮৩৯২) এ ঘটনা ঘটে। এতে লিড এজেন্সি খিদমাহ ওভারসিজের মোট ১৯৫ জন হজযাত্রীর মধ্যে ঐ এজেন্সির ১১১ জন, সমন্বয়কারী এজেন্সি জিলহজ্ব ট্রাভেলসের ৩৪ জন এবং আত-তাবলীগ হজ সার্ভিসের ৩৭ জন নিবন্ধিত হজযাত্রী ছিলেন।
ফ্লাইনাসের ওই ফ্লাইটে লিড এজেন্সি খিদমাহ ওভারসিজের হজযাত্রীদের চেক ইন চলাকালে তামাক পাতা, জর্দা ও বিড়িসহ একটি লাগেজ শনাক্ত হয়। হজক্যাম্প ক্যাম্পের মূল ফটকে বাংলাদেশ স্কাউটের সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনী লাগেজগুলো জব্দ করে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইটে তামাক পাতা-জর্দ্দা ও বিড়ি পরিবহনে সৌদি সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। জেদ্দা বিমান বন্দরে ইতোপূর্বে হজযাত্রীর লাগেজে তামাক পাতা-জর্দ্দা ও গুল ধরা পড়লে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে লিখিতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানায়।
হজের সময় তামাক ও তামাকজাত পণ্য বা মাদক বহন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১- এর পরিপন্থী। তাই লিড এজেন্সিসহ সংশ্লিষ্ট দুইটি সমন্বয়কারী এজেন্সির হজ লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না- এর ব্যাখ্যা ৩০ জুলাইয়ের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
এ ঘটনার প্রেক্ষিতে বিমানবন্দর থানায় ইতোমধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে।