ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

তামাক-বিরোধী আন্দোলন জোরদারে কাজ করবে শিক্ষক নেটওয়ার্ক বিইউটিইটিসি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ । ৯৩ জন

“বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স ফর ইফেক্টিভ টোব্যাকো কন্ট্রোল নামে একটি অ্যাডভোকেসি নেটওয়ার্ক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৮ জানুয়ারি, ২০২৪ উন্নয়ন সমন্বয় কর্তৃক এ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।  কার্যকরী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও বাস্তবায়নে এক যুগেরও অধিক সময় ধরে পলিসি অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করছে আসছে উন্নয়ন সমন্বয়। এরই ধারাবাহিকতায় শিক্ষকদের নিয়ে এই নেটওয়ার্কটি গঠন করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তৈরি এই নেটওয়ার্কটি মূলত তামাক নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সাথে অ্যাডভোকেসিতে ভূমিকা রাখা, শিক্ষার্থীদের নিয়ে জন উদ্যোগ,  জনসচেতনতামূলক নিবন্ধ লেখা এবং তামাক-বিরোধী সকল গবেষণায় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করা।

এই নেটওয়ার্কে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান এবং সদস্য সচিব হিসেবে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। এই ফোরামের আলোচনার প্রারম্ভে ড. আতিউর রহমান বলেন, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আলোকে  তামাক ব্যবহার নিয়ন্ত্রণ আইনটি অধিকতর সংশোধনে একটি খসড়া প্রস্তুত করেছে। তাছাড়া, বিভিন্ন মন্ত্রী পর্যায়ের নীতি-নির্ধারকদের কাছে উন্নয়ন সমন্বয়সহ অন্যান্য তামাক-বিরোধী সংগঠনগুলো যখন খসড়া সংশোধনী দ্রুত চুড়ান্তকরণের দাবি নিয়ে হাজির হয়েছে, তারা এ বিষয়ে ব্যাপক ইতিবাচক সাড়া দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘২০২৪-এ তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের খসড়া প্রস্তাবটি যেন চুড়ান্ত করা হয় সে লক্ষ্যে আমরা অ্যাডভোকেসি করবো’। আর এ কাজে দেশের গুরুত্বপূর্ণ অপিনিয়ন লিডার হিসেবে আমরা সাথে চাইছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। তাই তামাক-বিরোধী শিক্ষকদের নেটওয়ার্ক হিসেবে এই গ্রুপটি দাঁড় করাতে চাইছি। তিনি আশা করেন, আজকের গঠিত বিইউটিইটিসি নেটওর্য়াকটি সামনের দিনগুলোতে বাংলাদেশ থেকে তামাক নির্মূল করার জন্য গবেষণা ও নীতি নির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসিতে কার্যকরী ভূমিকা পালন করবে।

নেটওয়ার্কের সদস্য সচিব অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বলেন, “স্টেকহোল্ডার ম্যাপিং করে আমরা তামাক-বিরোধী আন্দোলনকে কার্যকর করতে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে অ্যাডভোকেসিতে কাজ করবো এবং সাথে যুক্ত করবো তরুণ ও স্টুডেন্ট ফোরামগুলোকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক মনে করেন, “এই নেটওয়ার্কের সাথে যুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে তামাক বিরোধী ডিজিটাল ব্যানার ও পোস্টারের মাধ্যমে গণসচেতনতা তৈরি করতে হবে”।

“আইনের মাধ্যমে সিগারেটের শলাকা দরে বিক্রি বন্ধ করা গেলে, ‍তরুনদের ধুমপান শুরু করা রোধ করা যাবে” বলে মনে করেন ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের সহকারি অধ্যাপক ড. সুজানা করিম।

এছাড়াও, আজকের নেটওয়ার্ক ফরমেশন ও ওরিয়েন্টেশন মিটিংয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, ড. সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক, ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ডা: কে এম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; এসএম আরিফুজ্জামান, অধ্যাপক, কানাডিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ; এ বি এম নাজমুস সাকিব, সহকারি অধ্যাপক, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, ডিন, ব্যবসা এবং ব্যবস্থাপনা অনুষদ, সামাজিক বিজ্ঞান এবং লিবারেল আর্টস অনুষদ, ইউসিএসআই বিশ্ববিদ্যালয়; সুবর্ণা সরকার রুনু, সহকারি অধ্যাপক, এডুকেশন ডিসিপ্লিন, এডুকেশন স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়; ড. মো. আদনান রহমান, ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগ, বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটি; আবু জাফর আহমেদ মুকুল, সহযোগী অধ্যাপক এগ্রিকালচারাল ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; আজহার উদ্দিন ভূঁইয়া, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ, তেজগাওঁ কলেজ, ঢাকা কলেজ, ইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং সিটিএফকে-এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার মো. আতাউর রহমান।

এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরুর দিকে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনের উল্লেখযোগ্য ছয়টি বিষয় এবং বিভিন্ন অপপ্রচারের বিপরীতে তথ্যভিত্তিক নিবন্ধ উপস্থাপনা করেন উন্নয়ন সমন্বয়ের রিসার্চ ডিরেক্টর আবদুল্লাহ নাদভী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রামস শাহীন উল আলম।