ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

দক্ষিণ কোরিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৬

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ । ২৬ জন

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এতে আরও ৬ জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে মোট ১৪ জন জেলে ও স্টাফ ছিলেন। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বুসান থেকে ১৩৯ টন ওজনের ট্রলারটি রাজধানী সিউল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণে ইয়োসু উপকূলে স্থানীয় সময় রাত ১টা ৪১ মিনিটে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

কোস্টগার্ড একই বহরের অন্যান্য মাছ ধরার নৌকার সঙ্গে সাত ক্রু সদস্যকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ৩ নাগরিক এবং ৪ বিদেশি রয়েছে। তবে একজন ক্যাপ্টেনসহ দক্ষিণ কোরিয়ার সব নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিখোঁজ সাতজনের মধ্যে একজন নাবিককে পরে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ২৩টি টহল নৌকা এবং আটটি বিমান পাঠিয়েছে। উদ্ধার কার্যক্রমে ১৫টি বেসামরিক মাছ ধরার নৌকাও যোগ দিয়েছে।