ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ । ২২ জন

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে জামিল নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বানিযুগী এলাকা এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামিল (১২) উপজেলার আব্দুলপুরের বানিযুগী গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সোমবার ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটিতে রাত ৮টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরের বানিযুগী এলাকা অতিক্রমের সময় শিশু জামিল তাতে কাটা পড়ে নিহত হয়।

পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে রেললাইনে শিশুটির অবস্হানের কারণ জানা যায়নি।