ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ । ৬৭ জন

দেশের-সর্বনিম্ন-৫৭-ডিগ্রি-তাপমাত্রা-দিনাজপুরে-দিনাজপুরে সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে দিনাজপুরের ওপর দিয়ে পাঁচটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামীতে এ ধরনের তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে।’

হিমালয়ের পাদদেশের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরের ওপর দিয়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। ইতোমধ্যে এই জেলার ওপর দিয়ে পাঁচটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

দিনাজপুর আবহাওয়া অফিস সোমবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে দিনাজপুরের ওপর দিয়ে পাঁচটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।’

এমন তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস।