ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ । ৪ জন

ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার ও খান জাহান আলী নামে তিনটি ফেরি। একই সঙ্গে চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশায় শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিক ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে দুই টি ফেরি নোঙর করে রাখা হয়। এছাড়া পাটুরিয়াঘাটে ৪টি ও দৌলতদিয়াঘাটে অপর ৬টি ফেরিকে আটকে রাখা হয়েছে।

এদিকে, রাত দেড়টায় যমুনা নদীর পুরো নৌপথ কুয়াশায় ঢেকে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটকে পড়ে খান জাহান আলী নামে একটি ফেরি। এসময় অপর ৪টি ফেরি দুইঘাটে আটকে রাখা হয়।

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকীগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস রয়েছে।