ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪

দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলনে কর্মসূচী সভা

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ । ২০৪ জন

বিশ্ব জীববৈচিত্র্য দিবস’এ “দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন” এর চলতি মৌসুমে কর্মসূচীগ্রহণ সভা অনুষ্ঠিত হয়। এসভায় আগামী দুই মাস কোন কোন দেশীগাছ রোপণ সংরক্ষণ ও পরিবেশ পরিবর্তনে জনসচেতনতামূলক কবে কি কি পদক্ষেপ গ্রহণ হবে সে বিষয়ে পরিকল্পনাসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল (২২ মে) বুধবার জয়পুরহাট পাঁচবিবি রোডে ‘লোকান্তা’ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, সব সক্রিয় নির্বাহী সদস্য রতন মণ্ডল, গোলাম রসুল স্বপন, সাজেদুর রহমান সুমন, লালন হোসেন, রিও রিয়াদ, বীরেন পাহান, শ্রবণ দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সালে থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে। এবং বর্তমানে

১) “পরিবেশ উন্নয়নে দেশীগাছ পাখি-পতঙ্গের আহার আবাস”!

২)“দেশীগাছ করলে রোপণ জীববৈচিত্র্য হবে সংরক্ষণ”!

স্লোগানে- দেশীগাছ রোপণ অভিযান (Desi Tree Planting Campaign)” কর্মসূচির অংশ হিসাবে- বট অশ্বত্থসহ বিভিন্ন দেশীগাছের চারা রোপণ বিতরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন কর্মসূচী চলমান রেখেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।