দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল পঞ্চগড়, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ফেনী, নাটোর ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় : জেলার আটোয়ারিতে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী (১২) নামে শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার যুগীকাটার পঞ্চগড়-আটোয়ারি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি রানী গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে ধামোর ইউনিয়নের যুগিকাটা গ্রামের পরেশ চন্দ্র বর্মণের মেয়ে।
বাগেরহাট : কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে রইচ কাজী (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক। গতকাল সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইচ কাজী রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে।
চুয়াডাঙ্গা : ট্রাক্টরচাপায় আব্দুর রশিদ (৪০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে।
ফেনী : ট্রাকচাপায় জান্নাতুল মাওয়া রাইসা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল ফেনীর কাজীরদীঘিতে এ দুর্ঘটনায় আরো এক শিশু আহত হয়। রাইসা সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজারী বাড়ির প্রবাসী সালিম উল্যাহ হাজারীর মেয়ে। নানার বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় সে।
নাটোর : ট্রাকচাপায় মো. রিয়াদ হোসেন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুরে নাটোর শহরতলির কান্দিভিটুয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ হোসেন শহরের রামাইগাছির মো. শরিফ হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ : ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় আশা খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশা খাতুন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শাটিকাবাড়ী গ্রামের আমীর হামজার স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, আশা খাতুন তার ছেলে আশিককে মাদ্রাসায় রেখে বাবার বাড়ি ফিরছিলেন। খোকশাবাড়ী ইউনিয়নের তালুকদার বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।