ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দেশে আরও ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ । ৪৪ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১০৩ জন রোগী। চলতি বছরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ জনের। এদের মধ্যে পুরুষ ৫০ শতাংশ এবং নারী ৫০ শতাংশ।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ৬১ দশমিক ১ শতাংশ ও নারী ৩৮ দশমিক ৯ শতাংশ।