ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  • অন্যান্য

দেশে কম ওজনে জন্ম নিচ্ছে ৩০ শতাংশ শিশু

নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ । ৩৮৪ জন

দেশে ৩০ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। একইসঙ্গে পুষ্টির অভাবে কারণে রোগবালাই আশংকাজনকভাবে বাড়ছে বলেও জানিয়েছেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।

আজ বুধবার ৭ জুন ২০২৩ রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন-এ ‘জাতীয় বাজেট ২০২৩ -২৪ : অসুবিধাগ্রস্ত মানুষেরা যা পেল’ শীর্ষক সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসাজনিত ব্যয়ের ৭০ শতাংশ টাকা রোগী এবং তার স্বজনদের পকেট থেকে খরচ করতে হয়। আর এ টাকা খরচ করতে গিয়ে প্রতিবছর ৫০ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে বলে জানান ডা. দিবালোক সিংহ।

তিনি আরও বলেন, সবার জন্য স্বাস্থ্য বা ইউনিভার্সাল হেলথ কেয়ার ২০৩২ সালের মধ্যে নিশ্চিত করার কথা বলা হয়েছে। মে মাসে এ সংক্রান্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছিলেন। অথচ জুন মাসে এসে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দে তার কোন লক্ষণ নেই।

চলমান আয় বৈষম্য কমাতে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতে বরাদ্দ বাড়ালে দরিদ্র মানুষ সেবা পাবে। এতে বেড়ে চলা আয় বৈষম্য কমাতে সহায়তা করবে বলেও জানান তিনি। এ জন্য স্বাস্থ্যখাতে মোট বাজেটের ১৫ শতাং বরাদ্দের দাবি জানান ডা. দিবালোক।