ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪
  • অন্যান্য

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৮

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ । ৪২ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল (২৬ জুলাই) শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১১৮ জন রোগী। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। এদের মধ্যে পুরুষ ৪৭ দশমিক ১ শতাংশ ও নারী ৫২ দশমিক ৯ শতাংশ।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৩৯৮ জন। এর মধ্যে পুরুষ ৬০ দশমিক ৯ শতাংশ ও নারী ৩৯ দশমিক ১ শতাংশ।