ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ । ৩২ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩২২ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ১ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।