ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৮

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ । ৫৭ জন

সারাদেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৮ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর বছরের সর্বোচ্চ (১২২৫ জন) রোগী শনাক্ত হয়েছিল।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে। গত একদিনে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। বাকি একজন চট্টগ্রামের।

এছাড়া চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সেই হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৯০ জন রোগী চিকিৎসাধীন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।