ঈদের ছুটির পরে আজ রবিবার বিকাল ০৫ টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। আজ রাতে আমদানিকৃত কাঁচা মরিচ দেশে আসবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আজ কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথা। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন। অন্যদিকে ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।