ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  • অন্যান্য

প্রবাসী আয়

দেশে হুন্ডির মহামারি চলছে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক:
জুন ১৮, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ । ৩২৪ জন

দেশে হুন্ডির মহামারি চলছে। বাংলাদেশ ব্যাংক হুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বিকেলে ২০২৩-২৪ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের অর্থনীতি ভাল বলে জানান গভর্নর। প্রবাসীদের পাঠানোর রেমিট্যান্স গত বছরের তুলনায় বেশি এসেছে । অর্থবছর শেষে যা ২২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ জানান আব্দুর রউফ তালুকদার। এসম তিনি বলেন, প্রবাসীদের পাঠানোর রেমিট্যান্স যেমন বৈধভাবে আসছে তেমনি হুন্ডিসহ অবৈধ পথেও আসছে। হুন্ডির এখন মহামারি চলছে, যার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যুদ্ধ ঘোষণা করেছে বলেও জানান গভর্নর।