ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  • অন্যান্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তেজ, আঘাত হানতে পারে ৯ থেকে ১৩ জুন

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ । ৪৬২ জন

বঙ্গোপসাগরে আগামী ৬ থেকে ৯ জুনের মধ্যে ঘূর্ণিঝড় তেজ (Biparjoy) সৃষ্টি হয়ে তা বাংলাদেশ উপকুলে ৯ থেকে ১৩ জুনের মধ্যে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন কানাডিয়ান প্রবাসী আবহাওয়াবীদ মোস্তফা কামাল পলাশ।

আজ বুধবার ৩১ মে ২০২৩ সন্ধ্যায় তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে এই তথ্য দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ইউরোপিয়ান মডেলে পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টি মায়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী কোনো স্থানের উপকূল দিয়ে স্থল ভাগে আঘাতের সম্ভাবনা রয়েছে। যা জুন মাসে ৯ থেকে ১৩ তারিখের মধ্যে আঘাতের সম্ভাবণা রয়েছে।