ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, নিহত দুই যুবক

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ । ২ জন

নওগাঁয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেল ধাক্কা দিলে এর দুই আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্যজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে জেলার মহাদেবপুর উপজেলার তেরো মাইল নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন হোসেন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান হাসান (২০)। ফারদিন মহাদেবপুর বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে ফারদিন এবং রেজুয়ান মহাদেবপুরে ফিরছিলেন। এসময় ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তাদের বাইক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।