নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কয়েকজন। বুধবার (১ জানুয়ারি) মহাদেবপুরের খুন্তি মোড় এলাকায় মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশারফ হোসেন এবং ওই গ্রামের বাসিন্দা স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। মোশারফ হোসেন বাসের সুপারভাইজার ছিলেন।
মহাদেবপুর থানা পুলিশ সূত্র জানায়, পত্নীতলার নজিপুর থেকে যাত্রীবাহী বাসটি নওগাঁয় আসার পথে মহাদেবপুরের খুন্তি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কে উল্টে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মোশারফ হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আরিফুল, আফতাব ও বাসের কয়েকজন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফতাবের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে।’ নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হাসমত আলী।