ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ । ৬০ জন

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ শ্লোগানে নড়াইলে বৃক্ষমেলা- ২০২৪ উদ্বোধন করা হয়েছে। এদিকে শীতের সময়ে এ আয়োজনকে লোক দেখানো বা প্রকল্প বাস্তবায়ন করা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জেলার বৃক্ষ প্রেমী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমলাচোনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সামাজিক বনায়ন জোন, নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ি, নড়াইলের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সেই সঙ্গে তিনি উপযুক্ত মাটি, আবহাওয়া ও মৌসুম বিবেচনা করে গাছ লাগানো এবং গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার ওপরেও গুরুত্বারোপ করেন। এসময়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও এবারের সার্বিক আয়োজন পর্যবেক্ষণ করেন।

এবারের বৃক্ষমেলায় সর্বমোট ১২টি স্টলে হরেক রকমের গাছের চারা এবং আনুষঙ্গিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন অংশগ্রহণকারীরা। স্টলগুলোর মধ্যে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতো সরকারি দফতরের পাশাপাশি নড়াইলের বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তি মালিকানাধীন বেশ কয়েকটি নার্সারিও রয়েছে।

আসন্ন শীত মৌসুমের বাস্তবতায় এবারের বৃক্ষমেলায় নানান প্রজাতির দেশি-বিদেশি ফুলের গাছের আধিক্য লক্ষণীয়। এসব ফুলের মধ্যে রয়েছে গোলাপ, গাঁদা, মোরগফুল, চন্দ্রমল্লিকা, স্থলপদ্ম, অ্যাডেনিয়াম ইত্যাদি। পাশাপাশি শীত মৌসুমের কিছু ফলদ ও সৌন্দর্যবর্ধক গাছের দেখাও মিলছে। বিভিন্ন প্রজাতির লেবু, জলপাই, হরিতকি, বহেরা, লেমন গ্রাস, পাতাবাহার ইত্যাদি গাছের কলম ও চারা শোভা পাচ্ছে স্টলগুলোতে।

অংশগ্রহণকারী স্টলগুলোয় বিক্রয়যোগ্য চারা, কলম ও আনুষঙ্গিক জিনিসপত্রের পাশাপাশি দর্শনার্থীরা পাচ্ছেন বাণিজ্যিক ও শৌখিন বৃক্ষরোপণের জন্য নানান প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা। মেলায় সামাজিক বনায়ন কার্যক্রমের ক্ষুদ্রাকৃতির মডেল দেখে নিজ বসতবাড়ির আঙিনা, মহাসড়ক ও স্থানীয় সড়কের উভয় পাশ, নদীর বাঁধ ইত্যাদি স্থানে বনায়ন সম্পর্কে ধারণা পাচ্ছেন আগ্রহীরা। পাশাপাশি বিভিন্ন গাছে প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে সার ও কীটনাশক প্রয়োগপদ্ধতি, ষড়ভুজাকৃতির চারা রোপণ কৌশল, ছাদ বাগান তৈরি ও পরিচর্যার নানাবিধ খুঁটিনাটিও জানতে পারছেন আগত দর্শনার্থীরা।

এছাড়া কাঁঠাল ও ডালিমের ফল পঁচা রোগ, আমের অ্যানথ্রাকনোজ, লেবুর ডাইব্যাক, নারকেলের মাইট কিংবা পেঁপের মোজাইক রোগের লক্ষণগুলোও চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছেন মেলায় আগত স্থানীয় চাষি ও সাধারণ এলাকাবাসীরা। রয়েছে দেশের গ্রামাঞ্চলে রান্নার জ্বালানির প্রয়োজনে যথেচ্ছ বৃক্ষনিধন হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন পরিবেশবান্ধব ‘বন্ধু’ চুলার কার্যপদ্ধতির প্রদর্শনীও।

মেলার প্রথম দিনে নড়াইলের নানান বয়সী ক্রেতা, দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর ছিল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি সবার জন্য উন্মুক্ত এবারের সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শেষ হবে আগামী (২ ডিসেম্বর) সোমবার।