এক দফা দাবি আদায়ে দেশব্যাপী চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। এর অংশ হিসেবে রাজধানীর নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়কে রয়েছেন আন্দোলনকারীরা। রোববার (৪ জুলাই) সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাড্ডা লিঙ্ক রোডে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলেও ছাত্রদের মিছিল দেখে তারা পালিয়ে যান। বিভিন্ন গলি থেকে আওয়ামী লীগের নেতারা বের হওয়ার চেষ্টা করলেও ছাত্রদের ধাওয়া খেয়ে পালাচ্ছেন তারা।
আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’সহ সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে বসুন্ধরা গেট সংলগ্ন প্রগতি সরণি সড়কে অবস্থান নিয়েছেন হাজারো ছাত্র-জনতা। সাধারণ ছাত্রদের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ নারী রয়েছেন।