ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ ভাই

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ । ১ জন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে মুর্মূর্ষ রোগীকে রক্ত দিতে যাওয়ার পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্বেচ্ছাসেবীকর্মী শিহাব উদ্দিন ও তার চাচাতো ভাই বোরহান উদ্দিন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে শিহাব ও বোরহান এক মুর্মূর্ষ রোগীকে রক্ত দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই এবং বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যান।

নিহত শিহাবের বাবা রফিক মিয়া বলেন, ‘রক্ত দিতে গিয়ে আমার ছেলে শেষ হয়ে গেল।’

বোরহানের বাবা ফরিদ মিয়া বলেন, ‘আমার বংশের দুটি ভালো ছেলে আমাদের রেখে চলে গেল।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’