নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন নিহত ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছেন ১০০ জনেরও বেশি, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার পশ্চিম নাইজারের দোসো শহরের ঢোকার পথে এবং সেইতি গ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় টেলিভিশন জানায়, এ দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা কিওতা শহর থেকে ফিরছিলেন, যেখানে তারা নবী (সা.) এর জন্ম উপলক্ষে আয়োজিত মিলাদে গিয়েছিলেন।
হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় ওই অঞ্চলের গভর্নর জেনারেল ইরো ওউমারো বলেন, দুটি দুর্ঘটনাই ঝুঁকিপূর্ণ ও বিপুল যাত্রীবাহী যানবাহনের কারণে হয়েছে।