ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বাস্তবায়ন বিষয়ক আলোচনা রোববার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ । ৪০৬ জন

আন্তর্জাতিক সিডও দিবস পালন উপলক্ষ্যে আগামীকাল রোববার ৩ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে বিকাল ৩:৩০ টায় সংগঠনের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে (সুফিয়া কামাল ভবন মিলনায়তন, ১০/বি/১,সেগুনবাগিচা, ঢাকা-তে)‘‘অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন: নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বাস্তবায়ন’’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘ সিডও কমিটির প্রাক্তন সদস্য ফেরদৌস আরা বেগম, ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদ সম্পাদক দেবাহুতি চক্রবর্তী।