নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এ জেলায়। শনিবারও চলতি মৌসুমে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
উত্তরাঞ্চলের শীতের চিরচেনা রূপ বা দৃশ্য দেখা যায়নি। এখনও সকালে ঘন কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে না। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে ধীরে ধীরে।
শনিবার সকালে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হয়েছে শ্রমজীবীরা। তবে বেলা গড়ালে শীত খানিকটা কমলেও বিকেল হতেই আবারও শীত অনুভূত হচ্ছে। রাতভর তীব্র শীত অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত পাঁচ দিন ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শনিবার সকাল ৬টায় ১০ দশমিক ৪ ডিগ্রি এবং সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি।