ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

পরিবেশদূষণ প্রতিরোধে নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকার দাবি

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ । ১৯০ জন

আজ ৩১ ডিসেম্বর রবিবার রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীর পারে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ‘পরিবেশদূষণ প্রতিরোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অঙ্গীকার চাই’ শীর্ষক প্রচারাভিযান কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচিতে পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পরিবেশদূষণ প্রতিরোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুনির্দিষ্ট অঙ্গীকার দাবি করেছেন। ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বুড়িগঙ্গা নদী মোর্চা যৌথভাবে আয়োজিত কর্মসূচিতে সমাবেশ, র‌্যালি ও মূকাভিনয় অন্তর্ভুক্ত ছিল।

ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, সচেতন নাগরিক সমাজ সংগঠনের নির্বাহী পরিচালক এস এম জাহাঙ্গীর আদেল, নিরাপদ চিকিৎসা চাই-এর সাধারণ সম্পাদক উম্মে সালমা ও বারোগ্রাম উন্নয়ন সংঘের সদস্য জান্নাতী আক্তার রুমা।

সমাবেশে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, ‘আমাদের নদীগুলো ভরাটের পাশাপাশি দখল হয়ে যাচ্ছে। একই সঙ্গে নদীতে দূষণের মাত্রাও প্রতিনিয়ত বাড়ছে। আমরা নিজেরা পরিবেশ ও নদী ধ্বংস করছি, আবার জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি বিভিন্ন সমস্যা ও সংকটের সম্মুখীন। এসব সমস্যার সমাধানে রাজনৈতিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে পরিবেশ ও নদীর রক্ষায় সুনির্দিষ্ট অঙ্গীকার দাবি করছি।’

নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা বলেন, ‘পরিবেশ বিপর্যয় ও পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাবগুলোর বিষয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। পরিবেশ ও নদীর সুরক্ষা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অঙ্গীকারের পাশাপাশি নির্বাচনের পরে তারা পরিবেশ সুরক্ষায় কাজ করবেন―এটাই প্রত্যাশা।’

সাংবাদিক নেতা সাকিলা পারভীন বলেন, ‘বুড়িগঙ্গা নদী দিয়ে আগে সুন্দর পানি পরিবাহিত হলেও এখন নদীদূষণ ও দখলের কারণে নদীর পানি বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়েছে। রাষ্ট্রের স্বার্থে সাধারণ জনগণের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের এ বিষয়ে কাজ করতে হবে।’