ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ : তৌফিক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ । ৪ জন

সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তৌফিক হাসান বলেন, পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে। এ সময় ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, এটি দুদেশের সম্পর্কের জন্য মোটেই কাম্য নয়। এ বিষয়ে ভারতের হাইকমিশনারকে বলা হয়েছে।

‘ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুনর্মূল্যায়নের বিষয়ে গত ১০০ দিনে অগ্রাধিকার সীমিত। তবে আগামী দিনে অগ্রগতি হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়’, যোগ করেন তৌফিক হাসান।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দুদেশের সম্পর্ক এর মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করা যাচ্ছে।