ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫

পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ । ৩ জন

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে বাসচাপায় রিয়াদ ও শাহিন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের এক যাত্রী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রিয়াদ কাজী পূর্ব উত্তর শংকরপাশার বাসিন্দা ও মো. শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রিয়াদ, শাহিনসহ এক যাত্রীকে চাপা দিলে তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক রিয়াদ ও শাহিনকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালককে ধরার চেষ্টা চলছে।