ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

প্রতিবন্ধীদের কল্যাণে সিগারেটসহ তামাকজাত পণ্যে আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের দাবি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ । ২৬১ জন

হৃদরোগসহ বিভিন্ন ধরনের রোগ বালাই বৃদ্ধি, অকাল মৃত্যু ও বহুমানুষ পুঙ্গত্ব বরণ করছে সিগারেট-বিড়িসহ তামাকজাত পণ্যই বড় অংশের দায়ী । তো আমরা যে, সিগারেটসহ সবধরনের তামাক জাতীয় পণ্য আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার। এই বাড়তি ৫ শতাংশ শুল্ক থেকে যে টাকা আসবে তা দিয়ে প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করার উদ্যোগ নিতে পারে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আমরা এসব দাবি তুলে ধরেছেন বলে জানান প্রতিবন্ধী উন্নয়ন কর্মী মীর মোশাররফ হোসেন।

প্রতিবন্ধীদের সংগঠন বি-স্ক্যানের এই সংগঠক আরো বলেন, বর্তমানে প্রতিবন্ধীদের সরকারি ভাতা মাত্র ৮৫০ টাকা। গত কয়েক বছর ধরে এটা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছি আমরা। সরকার প্রত্যেকবারেই আমাদের বলে যে, এত টাকা নাই দিব কোথা থেকে ? তাই আমরা প্রস্তাব দিয়েছি যে, তামাকের যা আছে তা ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আছে। সেখানে আরো ৫ শতাংশ যোগ করলে হবে ৭০ শতাংশ । সেখান থেকে বিপুল পরিমান রাজস্ব আয় হবে তা দিয়ে আমাদের প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো সম্ভব হবে। আমরা একটা ওয়ে-আউট বের করে দিছি। আমাদের দরকার আসলে প্রতিবন্ধীদের মাসে ৫ হাজার টাকা মাসে দেওয়া।

বি-স্ক্যানের সমন্বয়কারী মোহাম্মদ ইফতেখার মাহামুদ বলেন,সরকার পদ্মা সেতুর জন্য মোবাইলের অপারেটরদের উপর বাড়তি চার্জ আরোপ করছিল। ঠিক একইভাবে তামাকজাত পণ্যের উপর বাড়তি ৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে জনস্বার্থে। এটা থেকে বাংলাদেশের রাজস্ব খাতে আয় হয় অতএব এখানে যদি প্রতিবন্ধীদের মানুষের জন্য অতিরিক্ত খরচ করতে পারবে সরকার। লাখ লাখ প্রতিবন্ধী অন্তত ভালোভাবে বেঁচে থাকতে পারবে । সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড ভবনে প্রাক বাজেট বৈঠকে প্রতিবন্ধীদের কল্যাণে তামাকজাত পণ্যের উপর বাড়তি ৫ শতাংশ শুল্ক আরোপের দাবি তুলে ধরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন বি-স্ক্যান।