দেশে প্রবাসী আয়ের অর্ধেকের বেশিই আসে মাত্র চার জেলা থেকে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা থেকে সর্বশেষ ২০২২–২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছে প্রায় ৫২ শতাংশের বেশি। যা গত অর্থবছরে প্রায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরে ২১৬১ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এর মধ্যে ১১১১ কোটি ডলারই এসেছে এ চার জেলা থেকে। যা ওই অর্থবছরের মোট প্রবাসী আয়ের ৫২.৪১ শতাংশ। এর মধ্যে ঢাকা জেলায় এসেছে সর্বোচ্চ ৬৯৭ কোটি ডলার, চট্টগ্রামে ১৬১ কোটি ডলার, কুমিল্লায় প্রায় ১২৯ কোটি ডলার এবং সিলেটে ১২৪ কোটি ডলার। এই চার জেলা ছাড়া দেশের আর কোনো জেলায় শত কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসেনি।