ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

প্রান্তিক কৃষকদের জন্য ঋণ সুবিধা বাড়াবে এমটিবি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ । ৮৩ জন

সারাদেশে প্রান্তিক কৃষকদের জন্য ঋণ সুবিধা বাড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), উয়গ্রো এবং সিনজেন্টা’র সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে, কৃষকরা অ্যাপের মাধ্যমে সিনজেন্টার নির্ধারিত আউটলেট থেকে কৃষি ইনপুট সংগ্রহের জন্য একটি ক্রেডিট লাইন পেতে সক্ষম হবেন। এমটিবি, উয়গ্রো এবং সিনজেন্টা’র এই অংশীদারিত্ব কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নত মানের উৎপাদন নিশ্চিত করতে মসৃণ অর্থায়ন সহায়তা প্রদান করবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ খালিদ মাহমুদ খান, উয়গ্রোর কো-ফাউন্ডার ও সিইও মোঃ মাহমুদুর রহমান এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি’র ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান খালিদ হোসেন ও এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে সহ উয়গ্রো এবং সিনজেন্টা’র অন্যান্য কর্মকর্তারা।