ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪

ফের বেড়েছে আলু-পেঁয়াজ-রসুন ও আদার দাম

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ । ৮৫ জন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও কোনোভাবেই আলুর দাম কমছে না। একই সঙ্গে ঈদের পর থেকে আবারও বেড়েছে দেশীয় রসুন, পেঁয়াজ, ও আদার দাম। গতকাল (১৬ এপ্রিল) মঙ্গলবার হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদের ছুটি শেষে গত সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ২৭টি ভারতীয় ট্রাকে ৬৯৩ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। তবে আমদানি বাড়লেও, হিলি বাজারে ভারতীয় আলু কেজিতে বেড়েছে ৮ টাকা। পাইকারী বাজারে ৩৯ থেকে ৪০ টাকায় আলু বিক্রি হলেও, ঈদের আগে এর দাম ছিল ৩১ থেকে ৩২ টাকা কেজি।

অন্যদিকে দেশীয় আলু কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। পাশাপাশি দেশীয় রসুন কেজিতে বেড়েছে ১০০ টাকা, আমদানি করা আদা কেজিতে বেড়েছে ৬০ টাকা। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়েছে। পণ্যগুলোর দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।

সরেজমিনে দেখা যায়, ঈদের আগে দেশীয় আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা এখন ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৮০ টাকার দেশি রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এদিন। অন্যদিকে, ২৪০ টাকার চায়না আদার দাম ঈদের আগে ছিল ১৮০ টাকা। ঈদের এই কয়েকদিনে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। ৪০ থেকে ৪৫ টাকার পেঁয়াজ হিলি বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ, রসুন ও আদা বিক্রেতা ময়নুল ইসলাম জানান, টানা ছুটি থাকায় আমদানি বন্ধ ছিল ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ঈদের আগে সরবরাহ বেশি ছিল, তাই দামও কম ছিল।

আলুর দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমদানি করা আলু অধিকাংশ ক্রেতাই কিনতে চান না। স্বাদের জন্য ঘুরে-ফিরে দেশি আলু কেনার প্রতিই আগ্রহ বেশি তাদের। তবে দেশি আলু বেশিরভাগ ক্ষেত্রে কৃষকরাই মজুত করে রাখেন বলে অভিযোগ করেন তিনি।