ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ । ৪৯ জন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিনস কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়কে অবস্থান করে তা অবরোধ করে রাখেন।

এ সময় আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা।

বিক্ষুব্ধ শ্রমিক ও কারখানার কর্মকর্তারা জানান, শ্রমিকদের এক মাসের বকেয়া, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্রে ছয় থেকে ৯ মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষুব্ধরা এই মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মকর্তাদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট দিবো- দিচ্ছি করে বকেয়া রেখেছে। নিরুপায় হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

এ বিষয়ে কালিয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‌‘শ্রমিকদের বকেয়া বেতন, ছাটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছে মাহমুদ জিনসের শ্রমিকরা। তাদের পাওনা ২৫ কোটি টাকা দেওয়ার তারিখ ছিল বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছি।’