ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ । ১০ জন

বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার দরগাহাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার কাহালুর ভাগদুবড়া গ্রামের বাসিন্দা ফারুক হোসেন, তার শিশু কন্যা হুমাইরা ও অটোভ্যানচালক শাহীনুর রহমান। ফারুকের স্ত্রী জুলেখাকে আহত অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফারুক হুমাইরাকে মাদরাসায় ভর্তি করে অটোভ্যানে করে ফেরার সময় বগুড়া বেতার কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। পরে কাহালু ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুর ও হুমাইরার মৃত্যু হয়। আহত জুলেখা চিকিৎসাধীন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জান শাহিন ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।