ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ । ৮ জন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে দেয়। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- বগুড়া কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য অটোভ্যানে করে রওয়ানা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, পালিয়ে যাওয়ায় ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।