ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
  • অন্যান্য

বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ । ৮৬ জন

রাণীনগর উপজেলার উপজেলার বেলঘড়িয়া গ্রামে বজ্রপাতে আনোয়ার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৩০ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ।

মৃত আনোয়ার (২২) বেলঘড়িয়া গ্রামের আনছারের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের রাজ্জাক (৩৭) ও ছানাউল্লা (৫৫)। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পড়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লাসহ কয়েকজন আনোয়ারের বাড়ির পাশের জমি মাপামাপি করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লা একটি ঘরের সামনে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।