ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
  • অন্যান্য

বটতলী নামের ঐতিহ্য ধারণ ও পরিবেশ সংরক্ষণে বটবৃক্ষের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ । ৫৫১ জন

জয়পুরহাটের সবচেয়ে দীর্ঘ নদী ঐতিহাসিক তুলসীগঙ্গা নদীর তীর বটতলী। বর্তমানে জয়পুরহাট সদর উপজেলা ও ক্ষেতলাল উপজেলার সীমানায় অবস্থিত এই খেয়াঘাটেই ছিল কয়েকটি প্রকাণ্ড বটবৃক্ষ। সেই থেকে বটতলী নামকরণ। সেই ঘাট জড়িয়ে আছে মুক্তিযুদ্ধসহ অনেক প্রাচীন ইতিহাস। কালের বিবর্তনে আজ বটবৃক্ষ নেই নদী তীরে। তাই নামের ঐতিহ্য ধারণ ও পরিবেশ সংরক্ষণে রোপণ করা হয় কয়েকটি বটবৃক্ষ।

আজ শুক্রবার বিকালে ১৮ আগস্ট ২০২৩ বটতলীতে বটবৃক্ষ প্রতিষ্ঠা করা হলো “দেশীগাছ রোপণ অভিযান” কর্মসূচীর অংশ হিসাবে।

“পরিবেশ উন্নয়নে দেশীগাছ, পাখি-পতঙ্গের আহার আবাস”!; “দেশীগাছ করলে রোপণ, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ”! এ স্লোগানে- দেশীগাছ রোপণ অভিযান (Desi Tree Planting Campaign)” চলমান কর্মসূচির অংশ হিসাবে- মুক্তিযুদ্ধে জয়পুহাটের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী এর নেতৃত্বে অংশগ্রহন করেন অংশ নেন, সোনালী ব্যাংক ক্ষেতলাল শাখার ম্যানেজার আ.হ. ম. মোতাওয়াক্কেল বিল্লাহ, ব্যাংকার আব্দুস সোবহান, শিক্ষক আল-বিরুনী, দেশীগাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”-এর উদ্যোক্তা- কৃষিবিদ রতন মণ্ডল, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লেখক লালন হোসেন, অনলাইন একটিভিস্ট সাজেদুর রহমান সুমন, কবি মারুফ নয়ন, ছাত্রনেতা- ফারাবী হাসান ফেরদৌস, রাব্বি হাসান, শিক্ষর্থী সিয়ামসহ অনেকে।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নবজাগরণে পুনরুজ্জীবিত করতে- গতবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালন করে এবং বর্তমানে বট-অশ্বত্থ চারা রোপণ ও বিতরণ কর্মসূচী চলমান রেখেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।