ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩

বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে ওমান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ । ২৭৪ জন

বাংলাদেশি নাগরিকদের সব ধরনের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। গতকাল মঙ্গলবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশ কিছু ধরনের ভিসা প্রাপ্তির নীতিমালা পর্যালোচনার মধ্যে ওমান সালতানাতে আগত সমস্ত জাতীয়তার জন্য সমস্ত ধরনের পর্যটন এবং ভ্রমণ ভিসাকে ওয়ার্ক ভিসায় রূপান্তর স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।