ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

নারীর প্রতি সহিংসতা

বাংলাদেশে জীবনসঙ্গীর হাতে নিপীড়নের শিকার নারীদের হার সবচেয়ে বেশি

পাবলিক হেলথ ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ । ২০৪ জন

জীবনসঙ্গীর হাতে নিপীড়নের শিকার নারীদের হার সবচেয়ে বেশি বাংলাদেশে (৫০%)। তালিকায় উপরের সারিতে আছে আফগানিস্তান (৪৬%), কানাডা (৪৪.১%), সৌদি আরব (৪৩%)।

জীবনের কোনো না কোনো সময়ে ঘনিষ্ঠ সঙ্গীর কাছে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হওয়া নারীদের এই হারটি নেওয়া হয়েছে জেন্ডার, ইনস্টিটিউশনস অ্যান্ড ডেভেলপমেন্ট ডেটাবেস বা GID-DB প্রকাশিত তথ্য অনুযায়ী। জিআইডি-ডিবি লিঙ্গ সমতার ৬০টিরও বেশি ডেটা সূচকের ভিত্তিতে এ হার নির্ধারণ করে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশে ঘনিষ্ঠ সঙ্গীর কাছে সহিংসতার শিকার নারীর হার—

বাংলাদেশ— ৫০%

আফগানিস্তান— ৪৬%

কানাডা— ৪৪.১%

সৌদি আরব— ৪৩%

ভারত— ৩৫%

তুরস্ক— ৩২%

মিশর— ৩০%

কলম্বিয়া— ৩০%

পাকিস্তান— ২৯%

মলডোভা— ২৭%

আর্জেন্টিনা— ২৭%

মার্কিন যুক্তরাষ্ট্র— ২৬%

লাটভিয়া— ২৫%

যুক্তরাজ্য— ২৪%

মেক্সিকো— ২৪%

নাইজেরিয়া— ২৪%

দক্ষিণ আফ্রিকা— ২৪%

অস্ট্রেলিয়া— ২৩%

ব্রাজিল— ২৩%

ফিনল্যান্ড— ২৩%

ডেনমার্ক— ২৩%

ফ্রান্স— ২২%

চেক প্রজাতন্ত্র— ২২%

বেলজিয়াম— ২২%

ইন্দোনেশিয়া— ২২%

সুইডেন— ২১%

নেদারল্যান্ড— ২১%

জার্মানি— ২১%

জাপান— ২০%

নরওয়ে— ২০%

হাঙ্গেরি— ১৯%

বুলগেরিয়া— ১৯%

চীন— ১৯%

ইউক্রেন— ১৮%

স্লোভেনিয়া— ১৮%

রোমানিয়া— ১৮%

পর্তুগাল— ১৮%

ইতালি— ১৬%

আয়ারল্যান্ড— ১৬%

স্পেন— ১৫%

অস্ট্রিয়া— ১৫%

পোল্যান্ড—  ১৩%

ক্রোয়েশিয়া— ১৩%

সুইজারল্যান্ড— ১২%

সিঙ্গাপুর— ১১%

জর্জিয়া— ১০%

আর্মেনিয়া— ১০%

 

সূত্র : ওয়াল্ড অব স্ট্যাটিসটিকস (World of Statistics)