ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫

বাউফলে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৪ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ । ৫ জন

পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধ চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে এক লাখ, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সততা ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার কামরুল হাসানসহ পুলিশের চৌকস দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, এসব ব্রিক ফিল্ডের অনুমোদিত কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।