ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

বাগেরহাটে ট্রলি উল্টে চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ । ২ জন

বাগেরহাটের মোংলায় একটি ট্রলি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাপড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলি চালক খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকার জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩০) এবং বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০)।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ওয়াহেদ মল্লিককে (৩৮) খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আয়ুব সরদার (৪০), মিলন মল্লিক (৩৬) ও তাজমির শেখকে (২৯) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হতাহতরা খুলনার লাউডোব এলাকায় ধান কেটে ট্রলিযোগে ওই রাতে মোংলায় ফিরছিলেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক বুলেট সেন জানান, ট্রলি দুর্ঘনার পর মৃত অবস্থায় দুজনকে এবং আহত অবস্থায় চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতদের মধ্যে একজনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খুলনা থেকে ধান কেটে ট্রলি করে শ্রমিকরা মোংলায় ফিরছিলেন। পথে ওই উপজেলার চাপড়া এলাকায় ট্রলিটি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা পাথরের উপরে তুলে দেয়। এ সময় ট্রলিটি উল্টে গেলে চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়। অপর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আনিসুর রহমান জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।