ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

বান্দরবানে চাঁদের গাড়ী খাদে পড়ে ২ নারী পর্যটক নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ । ১১৩ জন

বান্দরবানের রুমার বগালেক সড়কে চাঁদের গাড়ী খাদে পড়ে ২ নারী পর্যটক নিহত হয়েছে। আজ শনিবার সকালে কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ ঘটনা ঘটে।

নিহত দুই নারী পর্যটকের নাম ফিরোজা খাতুন ও জয়নব।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বেড়াতে আসা ৫০ জনের একটি গ্রুপ চাঁদের গাড়ি নিয়ে গতকাল শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যায়। সেখানে রাত্রি যাপন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। আহত হন আরও ১০ পর্যটক। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর বলেও জানা গেছে।