বান্দরবানে চাঁদের গাড়িতে পর্যটকদের জন্য ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পর্যটন সপ্তাহ উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এ ছাড় কার্যকর করা হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত ২ মাস এ ছাড় চলবে। পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণ আরও সাশ্রয়ী করতে এ ছাড় দেয়া হয়েছে। পাশাপাশি জেলার বন্ধ পর্যটন স্পটগুলোও খুলে দেয়ার দাবি জানান মালিক সমিতির নেতারা।
এ সময় বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম বলেন, ‘বান্দরবানের প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকবাহী মাইক্রোবাস, জিপ ও পিকআপগুলো নিয়মিত চলাচল করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিজন চালক একজন দক্ষ গাইড হিসেবে কাজ করে।’
তিনি আরও বলেন, ‘বান্দরবান তিন পার্বত্য জেলার মধ্যে সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত আর এ জেলার পাহাড়ি ও বাঙালিরা সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে। এ সম্প্রীতির সহাবস্থান দেখার পাশাপাশি বান্দরবানে নতুন নতুন পর্যটনকেন্দ্র গড়ে ওঠছে এবং সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করছেন।’
এছাড়া সংবাদ সম্মেলনে মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।