ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪

বায়ুদূষণ রোধে আতশবাজি নিষিদ্ধ করল দিল্লি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ । ২৬ জন

বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভারতের রাজধানী দিল্লিতে আতশবাজি উৎপাদন, মজুদ, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণা করেছেন।

তিনি বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এই সময়ের মধ্যে অনলাইনে বাজি বিক্রি, এমনকি ডেলিভারিও নিষিদ্ধ থাকবে।

রাইয়ের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শীতের মৌসুমে দিল্লিতে বায়ুদূষণ বৃদ্ধির আশঙ্কার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টানা পঞ্চম বছর দেশটির রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করার ঘটনা এটি।

আগামী ১ নভেম্বর উদযাপিত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলির সময়ও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বিবৃতিতে জানানো হয়ে। দীপাবলি উপলক্ষে ভারতের মানুষ সাধারণত আতশবাজি ফাটায়। জনগণকে দীপাবলিতে আতশবাজি ফাটানো এড়াতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

ভারতের রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম।