ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

বায়ু দূষণ অভিযানে একদিনে ৩৩ মামলা, জরিমানা প্রায় ৯৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ । ৪ জন

সারাদেশে বায়ুদূষণ বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩ মামলায় এ সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের মত অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ১৩টি ইটভাটার চিমনি ভেঙে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তা এসব অভিযানে নেতৃত্ব দেন। তাদের অভিযানে কালো ধোঁয়ার জন্য ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা, ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ১৩টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া শব্দ দূষণ বন্ধে অভিযানে দুই যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জন চালককে সতর্ক করা হয়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত স্থানে রাখায় একটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং সাতটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।