ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  • অন্যান্য

বিএসটিআইয়ের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানা সীলগালা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ । ২৩৫ জন

গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানা সীলগালা করা হয়েছে। আজ বুধবার ১৬ আগস্ট ২০২৩ গাইবান্ধা শহরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই’র গুনগতমান সনদ গ্রহণ ছাড়াই একই কারখানায় ২টি প্রতিষ্ঠানের নামে ২টি ব্রান্ডের অনুমোদনবিহীন মশার কয়েল, উৎপাদন, বিক্রয়—বিতরণ করায় বিএসটিআই আইন—২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক মেসার্স ফারকো কেমিক্যাল (ব্রান্ড— ফারকো)/মেসার্স হ্যাভেন ইন্টারন্যাশনাল (ব্রান্ড— বীমা বাংলা), দিঘিরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিষ্টানকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা সীলগালা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এস এম আব্দুল্লাহ—বিন—শফিক, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টে্রট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম), খন্দকার মোঃ জামিনুর রহমান ও মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।