ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

বিজয়া দশমীতে শোভাবর্ধক সোনালু ও পলাশ ফুলের গাছ রোপণ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ । ৪৮২ জন

শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমীতে অঞ্জলি প্রদান শেষে শোভাবর্ধক বেশকিছু সোনাঝরা সোনালু ও পলাশ ফুলের গাছ রোপণ করলো জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ান পরিষদের হোসেন নগর গ্রামবাসী। আজ মঙ্গলবার “দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন” এর উদ্যোগে এ গাছ রোপণ করা হয়।

পরিবেশবাদী এই সংগঠনের উদ্যোক্তা- কৃষিবিদ রতন মণ্ডল বলেন, এই গ্রামে কোনো পলাশ ফুল ও সোনালু বা বাঁদর লাঠির কোনো গাছ নেই। অথচ নদীর ধারে পুকুর পাড়ে বনে-জঙ্গলে এককালে প্রচুর সংখ্যক এ ধরনের গাছ ছিল। আজ সবই বিলুপ্ত। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্যে উৎসব আমেজের মধ্যেই বেশ কয়েকটি করে সোনালু ও পলাশ ফুল গাছের চারা রোপণ করা হয়।

চাকুরীজীবি মানিক চন্দ্র মণ্ডল বলেন, আমাদের হোসেন নগর গ্রাম ইতিহাস ঐতিহ্য ধারন ও আবহমান বাংলার সংস্কৃতি চর্চা কাজ করে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায়- মধ্য যুগের বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তুলসীগঙ্গা নদী হয়ে এই গ্রামের কোল ঘেষে বয়ে যাওয়া নন্দাহার নদী হয়ে এসে এই গ্রামের প্রকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কয়েকদিন অবস্থান করে। সেই থেকে গ্রামের নাম হোসেন নগর। প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় উৎসবে গতকাল ঐতিহাসিক যাত্রাপালা “জীবন্ত কবর” মঞ্চস্থ হয়। সেই সাথে এই শারদীয় উৎসবে সোনালু, পলাশ ফুলের গাছ রোপণ একটি ব্যতিক্রমধর্মী প্রশংসনীয় উদ্যোগ এবং এতে গ্রামের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।

এই বৃক্ষ রোপণ কর্মসূচীতে আরও অংশগ্রহণ করেন-নিত্যানন্দ সরকার, নিমাই মজুমদার, স্কুল শিক্ষক মানস সরকার, চন্দন মণ্ডল, সুব্রত সরকার, চন্দন কুমার মণ্ডল, রিপন সরকার, রঞ্জন মণ্ডল, শিক্ষার্থী অন্তর মণ্ডল, প্রান্ত, বাঁধন মণ্ডল, রিক দাস, সবুজ, কৃষ্ণ, শিশুশিক্ষার্থী আদৃতা মণ্ডল, কলি মণ্ডলসহ আরও অনেকে।