ঢাকাবৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছে আরও ৪৮ কর্মী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ । ৩০৪ জন

দূতাবাসের মাধ্যমে মালয়েশিয়া এবং সৌদি আরবে কর্মহীন কর্মীদের বিষয়ে খোজ দেয়া হচ্ছে। প্রকৃত কারণ জেনে তাদের বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ঝুঁকি নয়ে ভ্রমণ ভিসায় বিদেশ না যাওয়ার জন্য সচেতনতা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস এর উদ্যোগে ৪৮ কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে। এখন পর্যন্ত ৫টি কোম্পানিতে ১২শ’ কর্মী বিনা খরচে মালয়েশিয়া গেছে। আর ৫শ’র বেশি যাওয়ার অপেক্ষায় আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে বলে জানান কর্মকর্তারা। এ জন্য এজেন্সিদের সহযোগিতা দরকার। কর্মীদেরও সচেতন হতে হবে।যেসব এজেন্সি বিনা খরচে কর্মী পাঠাচ্ছে তাদের স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেয়া উদ্যোগ নেয়া হবে। প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন বলেন, নিজ কর্মসংস্থান ছেড়ে অন্য কোম্পানিতে না যাওয়ার বিষয়ে শতর্ক থাকতে হবে কর্মীদের। কর্মস্থান ছেড়ে পালালে লাভের ক্ষতিই হবে বেশি।এরফলে অবৈধ হয়ে যেতে হবে কর্মীদের।কর্মস্থান ছেড়ে পালালে, যেসব কোম্পানি বিনা খরচে কর্মী নিচ্ছে তারাও আগ্রহ হারাবেন বলে মনে করেন প্রবাসী কণ্যান সচিব। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতিটি প্রবাসী কর্মী বাংলাদেশের অ্যাম্বাসেডার। তাই তাদের দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হবে।