ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  • অন্যান্য

বিশ্বের বিখ্যাত বাঁ-হাতি তারকাদের চেনেন, তাদের জন্য আছে দিবসও

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ । ৩৩২ জন

যারা বাঁ হাতে কাজ করেন অনেক সময় সমাজে তাদের কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। আসলে বিষয়টিকে অনেকেই স্বাভাবিক ভাবে নিতে পারেন না। অনেক বাবা-মা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও অনেকেই কিন্তু বাঁ হাতে লেখা, খাওয়া ঠিক মেনে নিতে পারেন না। আসলে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস পালন করা হয় সম্ভবত এই সব মানুষকে বোঝানোর জন্য যে, এটা কোনো অস্বাভাবিকতা নয়।

গত ১৩ আগস্ট ছিলো বিশ্ব বাঁ-হাতি দিবস। কর্মক্ষেত্রে বাঁ হাতিদের অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে ১৩ আগস্টকে ‘লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

পৃথিবীতে ৮০ থেকে ৯০ ভাগ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ ভাগ লোক বাঁ-হাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁ-হাতি এই ১০ ভাগের মূল্যায়ন দেখা যায় না, এমনকি কোনো পণ্য প্রস্তুতের ক্ষেত্রে তাদের কথা ভাবাও হয় না। যার বড় প্রমাণ কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল পর্যন্ত। এসব জিনিস ডান হাতি ব্যবহারকারীদের উপযোগী করে তৈরি। এ কারণে প্রতিটি ক্ষেত্রেই বাঁ-হাতি মানুষদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

বিশ্ব বাঁ-হাতি দিবস উপলক্ষ্যে ওয়ার্ল্ড স্ট্যাটিকস বিশ্ব বাঁ-হাতি তারকাদের নাম প্রকশ করেছেন। আমরা হয়তো অনেকেই জানতাম এ আমাদের প্রিয় তারকাদের অনেকেই বাঁ-হাতি ছিলেন।

বাঁ-হাতি তারকাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা,আর্জেন্টিনার তারকা খেলোয়াড দিয়েগো ম্যারাদোনা। আছেন অপেরা উনফ্রে, অ্যাঞ্জেলনা জোলি, অমিতাভ বচ্চন, টম ক্রুজ, সচিন টেনডুলকার, বেঞ্জামিন নেতানেয়াহু, লিওনার্দো দ্য ভিঞ্চি, রতন টাটা, ডেভিড ক্যামেরুন, মর্গান ফ্রিম্যান, রাফায়েল নাদাল।

এছাড়া বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল-হাসান, তামিম ইকবাল, পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আকরামসহ অনেকেই।